শেষ দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দলে রয়েছে বিশাল চমক।
২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা আন্দ্রে রাসেলকে নেয়া হয়েছে ওয়ানডে দলে। সম্প্রতি আইপিএলে ভয়ানক ফর্মে থাকায় তাকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়াও দলে জায়গা পেয়েছে কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, জেশন হোল্ডাররা। দলটির অধিনায়ক হিসেবে জেশন হোল্ডারকেই বেছে নিয়েছে ক্যারিবিয়রা।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল: জেশন হোল্ডার, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওসানে থমাস, সাই হোপ, স্যানন গ্যাব্রিয়েল, সেলডন কোটরেল, হেটমায়ের।