ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সাকিব আল হাসানের সময় শেষ হয়ে আসছে। আর মাত্র একটি ম্যাচ খেলেই জাতীয় দলের সাথে যোগ দিতে আইপিএল ছাড়বেন তিনি।
বিশ্বকাপের আগে বাংলাদেশের একটি ত্রিদেশীয় সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের মাটিতে। সেখানে স্বাগতিকরা সহ অংশ নিবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে খেলার জন্যই আইপিএল ছাড়তে হচ্ছে সাকিবকে।
এদিকে শুধু সাকিব নয়, সানরাইজার্স এবং এবারের আইপিএলে সবচেয়ে ভয়ানক ওপেনিং জুটির দুই তারকাকেই হারাতে যাচ্ছে সানরাইজার্স। ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোও চলে যাবেন নিজ নিজ দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে।
দলের সেরা তিন তারকাকে হারিয়ে বেশ বিপাকেই পড়েছে সানরাইজার্স। তারাই ছিল দলের সেরা ভরসা। এখন তাদের হারিয়ে সানরাইজার্সের শীর্ষ চারে থাকাই কঠিন হয়ে যাবে।