ডিপিএলে দারুণ এক রেকর্ড গড়েছেন সৌম্য সরকার। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রান করেছেন তিনি এক ম্যাচে। ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন ১৪৯ বলে। সব মিলিয়ে ১৫৩ বলে ২০৮ রান করেছেন এই তারকা।
এমন ব্যাটিং দেখে সৌম্যর প্রশংসায় পঞ্চমুখ তামিম ইকবাল। বিশ্বকাপে সৌম্য অনেক ভালো করবে বলেই বিশ্বাস তামিমের। একই সাথে লিটন দাসও বিশ্বকাপে নিজেকে চেনাবে বলেই মনে করেন তামিম।
তামিম বলেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য সৌম্য ও লিটন অনেক সুযোগ পেয়েছে। এবার তাদের ভালো করার সম্ভাবনা অনেক। তারা কতটা ভালো সেটা বিশ্বকে দেখিয়ে দেয়ার সময় এখন।
উল্লেখ্য, এবারের ডিপিএলে লিটন দাস একটাই ভালো ইনিংস খেলতে পেরেছিল। অন্যদিকে শেষ দুটি ম্যাচেই সেঞ্চুরি করেছিল সৌম্য।