আগামী ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপে নেই কোন গ্রুপ পর্ব। সেজন্য এবারের বিশ্বকাপটি সবার জন্য উন্মোক্ত হবে বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। এবার সেই একই রকম মত পোষন করলেন ভারতের কিংবদন্তি তারকা সৌরভ গাঙ্গুলী।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ১০টি দলই মুখোমুখি হবে একে অপরের। সেজন্য যোগ্য চারটি দলই যাবে শেষ চারে এমনটাই মনে করেন সৌরভ গাঙ্গুলী। কেননা, কোন দল এক ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে সেটা কাটিয়ে উঠার সুযোগ থাকবে।
সেজন্য এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি জমবে বলে মনে করেন সৌরভ। লড়াই হবে হাড্ডাহাড্ডি। সৌরভ গাঙ্গুলীর মতে, এবারের বিশ্বকাপ আমার মনে হয় সবদিক থেকে সেরা ফরম্যাট। সেরা চারটি দল সেমিফাইনালে যাবে।