নারী ক্রিকেটের প্রচারের জন্য গত বছর আইপিএল চলাকালীন নারীদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ নামক একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল ভারত। সেই ধারাবাহিকতায় এবারও তিনটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই চ্যালেঞ্জ কাপ।
তিনটি দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছে বাংলাদেশি ক্রিকেটার জাহানারা আলম।
তিন দলে ১৩ জন করে ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে স্কোয়াড। যেখানে প্রতি দলে বিদেশী ক্রিকেটার রয়েছেন মাত্র ৪ জন করে। অর্থাৎ পুরো টুর্নামেন্টে বিদেশীর সংখ্যা মাত্র ১২ জন। আর এ ১২ জনের মধ্যেই একজন বাংলাদেশি জাহানারা।