বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন

পাঁচটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫৯ এই মুহুর্তে
  • শেয়ার করুন

বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে এবং গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলবে প্রতিটি দল।

এই কারণে ১০ দলের বিশ্বকাপে সবগুলো দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের প্রথম পর্বে যা বিশ্বকাপের আকর্ষন আরও বাড়িয়ে দিচ্ছে।

একই সাথে প্রতিটি দলের সামনেই ভুল শোধরানোর সুযোগ থাকায় এবারের বিশ্বকাপ হবে আরও কঠিন। কোন দলকে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে হলে অন্তত ৫টি ম্যাচ জিততেই হবে। সেই সাথে মিলতে হবে অন্যান্য সমীকরণ।

তাই বাংলাদেশেরও পাঁচটি ম্যাচ জিততেই হবে সেমিফাইনাল খেলার আশা করতে চাইলে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পেছনে আছে র‍্যাকিংয়ে আরও তিনটি দল। এরা হল শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। এই তিনটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সেই সাথে জিততে হবে উপরে থাকা দুটি দলের বিপক্ষেও।

অথবা যে ভাবেই হোক বা যে দলই হৌক, যদি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে চায় তাহলে বাংলাদেশকে ৫টি ম্যাচ জিততে হবে এবং বিশ্বকাপের শুরুটা করতে হবে দারুণ ভাবে যাতে করে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারে বাকি ম্যাচগুলোতে।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

বার্সালোনার সামনে সুযোগ রিয়ালকে বিধ্বস্ত করার

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ তারকা

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার