বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে এবং গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলবে প্রতিটি দল।
এই কারণে ১০ দলের বিশ্বকাপে সবগুলো দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের প্রথম পর্বে যা বিশ্বকাপের আকর্ষন আরও বাড়িয়ে দিচ্ছে।
একই সাথে প্রতিটি দলের সামনেই ভুল শোধরানোর সুযোগ থাকায় এবারের বিশ্বকাপ হবে আরও কঠিন। কোন দলকে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে হলে অন্তত ৫টি ম্যাচ জিততেই হবে। সেই সাথে মিলতে হবে অন্যান্য সমীকরণ।
তাই বাংলাদেশেরও পাঁচটি ম্যাচ জিততেই হবে সেমিফাইনাল খেলার আশা করতে চাইলে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পেছনে আছে র্যাকিংয়ে আরও তিনটি দল। এরা হল শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। এই তিনটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সেই সাথে জিততে হবে উপরে থাকা দুটি দলের বিপক্ষেও।
অথবা যে ভাবেই হোক বা যে দলই হৌক, যদি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে চায় তাহলে বাংলাদেশকে ৫টি ম্যাচ জিততে হবে এবং বিশ্বকাপের শুরুটা করতে হবে দারুণ ভাবে যাতে করে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারে বাকি ম্যাচগুলোতে।