৪,৬,০,৬- শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে কার্তিকের ব্যাট থেকে আসা রান। প্রথম বলে রিঙ্কু তাকে রান নিয়ে দিলে পরের চারটি বলে এভাবেই ব্যাট করেন কার্তিক। আর তাতে রান পূর্ন হল ৯৬। শেষ বলে যদি চার মারতে পারেন তাহলে সেঞ্চুরি পূর্ন হবে। এমন বলে নিলেন ১ রান। আর তাতেই হাতছাড়া হয় সেঞ্চুরিটা।
সেঞ্চুরি মিসের আক্ষেপটা হয়তো বেশি হবেনা কার্তিকের। ব্যাটিংয়ে যে কান্ডটা করেছেন তাতেই হয়তো পুষিয়ে যাওয়ার কথা তার। তার ব্যাটে ভর করেই যে লড়াই করার মত রান পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মাত্র ৫০ টি বল খেলে ৯৭ রান করেন কার্তিক। ৭টি চার ও ৯টি ছক্কা মারেন এই ভারতীয় তারকা। অথচ তার দলের আর কেউই টি-টুয়েন্টি স্টাইলে কোন ইনিংসই খেলতে পারেনি।
২৬ বলে ২১ রান করেছেন নিতিস রানা। ৮ বলে ১১ রান করেন নারিন। ১৪ বলে ১৪ রান করেছেন আন্দ্রে রাসেল।