আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আরও আগেই। এরপর অষ্ট্রেলিয়ার বিগব্যাশ সহ বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন এই তারকা। তবে এবার বিগব্যাশ থেকেও বিদায়ের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটশন।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ওয়াশন। এরপর চার বছরের চুক্তি করেন বিগব্যাশের দল সিডনি থান্ডারের সাথে।
গত তিন মৌসুমেই থান্ডারের অধিনায়ক ছিলেন ওয়াটশন। এই সময়ে দলটির সর্বোচ্চ রান করেছেন তিনিই। ৬১ বলে সেঞ্চুরিও করেছিলেন ওয়াটশন। গত বছরই দলটির সাথে আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন ওয়াটশন। তবে সেখান থেকে সরে এসে পরিবারকেই বেশি সময় দেয়ার জন্য বিগ ব্যাশ কে বিদায় জানাচ্ছেন তিনি।