ভারতের বিশ্বকাপ দলে নেই আজিঙ্কা রাহানে। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের।
তবে ভারতের বিশ্বকাপ দলে না থাকলেও ইংল্যান্ডে যাচ্ছেন এই তারকা। সেখানে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্য চুক্তি করেছেন তিনি।
৩০ বছর বয়সী রাহানে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন। তিনি দক্ষিণ আফ্রিকান তারকা এইডেন মারক্রামের স্থলাভিষিক্ত হবেন দলটিতে। মারক্রাম বিশ্বকাপের প্রস্তুতি নিতে প্রোটিয়া দলে যোগ দিতে ছাড়বেন কাউন্টি ক্লাবটি। আর সেখানেই খেলবেন রাহানে।