বাংলাদেশ জাতীয় দলের হার না মানা এক যোদ্ধার নাম মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি এগিয়ে নিচ্ছেন বেশ দাপটের সাথে। আর লড়াকু মাশরাফিকেই এবার বিশ্বকাপের সেরা অধিনায়ক বললেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
২০১৫ বিশ্বকাপে তার হাত ধরেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে তার হাত ধরেই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপে তার হাত ধরেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
এমন মাশরাফির প্রশংসায় শোয়েব আখতার বলেন, আমার মতে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে তাদেরকে বেশী উচ্চাভিলাষী হওয়া যাবে না। তাহলেই তারা বিশ্বকাপে ভালো করবে।