২০১৫ বিশ্বকাপে মাশরাফির হাত ধরেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে তার হাত ধরেই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপে তার হাত ধরেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
ইনজুরি নিয়েও এভাবে দেশের হয়ে লড়াই করে যাওয়া মাশরাফিকে বেশ পছন্দ সাবেক পাক তারকা রশিদ লতিফের। তার মতে বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফিই।
তিনি বলেন, পায়ে বড় ধরণের ইনজুরি থাকা সত্ত্বেও মাশরাফি দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলছে। ইনজুরি থাকা সত্ত্বেও যখন দলকে নিয়ে এভাবে এগিয়ে চলা বেশ কঠিন। সে পুরো দলকে ঐক্যবদ্ধ করে রেখেছে। বাংলাদেশে তার অনেক সুনাম রয়েছে।