ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে চেন্নাই। আর তিনে রয়েছে মুম্বাই।
আজকের ম্যাচে দুই দলের একাদশেই রয়েছে বেশ পরিবর্তন। চেন্নাই দলে নেই জাদেজা এবং ধোনি। একই সাথে খেলছেনা ফাফ ডু প্লেসিস। এই তিনজনের জায়গায় এসেছে মুরালি বিজয়, ধারুব সোরে এবং মিশেল সান্টার।
অন্যদিকে মুম্বাই দলেও আছে পরিবর্তন। বেন কাটিং এবং মারকান্দে বাদ পড়েছেন। তাদের জায়গায় আসছে এভিন লুইস ও অঙ্কুল রয়।