বাংলাদেশি কাটার মাষ্টার মুস্তাফিজ। বল হাতে প্রতিপক্ষকে চরম বিপদে ফেলে দেয়াই তার কাজ। কিন্তু এই মুস্তাফিজ আবার নিজেই বিপদে পড়ে যান যখন তিনি কথা বলতে আসেন সাংবাদিকদের সামনে বা সংবাদ সম্মেলনে।
বোমা মারলেও যেন কথা বেড় হবেনা এমনটাই যেন অবস্থা হয়ে যায় মুস্তাফিজের। কথা বলেন খুবই কম। সেই মুস্তাফিজকেই আজ সামনে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন।
এই সময় মুস্তাফিজের স্ত্রীর কথাও আসে। সেটা টেনেই সাংবাদিক বলেন, ফিজ ভাই, সব সময় তো খেলেন সবার জন্য। এবার তো দেখার মানুষ আছে। তিনিও তো খেলা দেখবেন।
সাংবাদিক মুস্তাফিজের স্ত্রীকে ইঙ্গিত করে বললেও মুস্তাফিজ জবাব দেন, খেলা দেখার মানুষ কী! সবাই তো খেলা দেখবে। সবাই তো আছে। এখন আর কী বলব? কে দেখার মানুষ আছে এক্সট্রা?
এসময় সাংবাদিক ফের বলেন, যেহেতু নতুন ইনিংস শুরু করেছেন জীবনের। সামনে যেহেতু বিশ্বকাপ আছে। সবারই চেষ্টা থাকে যে…
এরপর আর সাংবাদিক কথা বলতে পারলেন না। সেখানেই তাকে থামিয়ে মুস্তাফিজ বলেন, এসব বাদ দেন। অন্য কি প্রশ্ন করবেন তাই করেন।