ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান এবার খেলছেন সানরাইজার্সের হয়ে। প্রথম ম্যাচটি খেলেছিলেন তিনি। তবে এরপর আর খেলা হয়নি তার।
এরপর উইলিয়ামসনের দাদী মারা যাওয়ার কারণে দেশে ফিরে এলে একাদশে সুযোগ পান সাকিব এবং কৃপন বোলিং করেন। সেই সাকিবেই আস্থা রাখছেন শন পোলক।
আজকে রাজস্থানের বিপক্ষে ম্যাচেও সাকিবকে একাদশে চান শন পোলক। তিনি বলেন, সাকিব আগের ম্যাচে দারুণ খেলেছিল। তবে তাদের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন করলে ভালো হয়। ওয়ার্নারের সাথে উইলিয়ামসন ওপেনিং করলে ভালো হবে।