আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসরটি বসবে ইংল্যান্ডের মাটিতে। আর এই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবেনা বলেই জানিয়ে দিয়েছে ভারতের বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লবো।
এই জ্যোতিষী তিনটি কারণের কথা উল্লেখ করেছেন যার কারণে বিশ্বকাপে ব্যর্থ হবে ভারত। এই তিনটি কারণ হল-
১. ভারত এবার বিশ্বকাপ জিতবে না। কারণ অধিনায়ক কোহলির জন্ম ১৯৮৬, ১৯৮৭ বা ১৯৮৮ এর মাঝে। এর মাঝে জন্মসাল হওয়াতেই ঝামেলা হয়েছে জ্যোতিষীর মতে।
২. ধোনি ভারত ক্রিকেট দলকে অনেক কিছু উপহার দিয়েছে। কিন্তু তার দলে থাকাটা এবার অশুভ। তার প্রাপ্তিতে বিশ্বকাপ যোগ নেই। যার কারণে ভারত হারবে।
৩. রবি শাস্ত্রী ভারতের হয়ে অনেক কিছু জিতেছে। তার ভাগ্যও অনেক ভালো। কিন্তু বিশ্বকাপ জয় তার ভাগ্যে নেই।