আগামী ৩০ মে পর্দা উঠবে এবারের ক্রিকেট বিশ্বকাপের। ১০ দলের এই টুর্নামেন্টে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী এবং কারা ফেভারিট এসব নিয়ে চলছে হিসাব। তবে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেরা দল।
ভারতের ক্রিকেটাররা গড়ে ম্যাচ খেলেছেন ১০৫টি। অর্থাৎ দলটির প্রত্যেক ক্রিকেটার গড়ে ১০৫টি ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ খেলার গড় ৮৭টি।
তালিকায় তিনে আছে ইংল্যান্ড। তাদের গড় ম্যাচ খেলার সংখ্যা ৭৯। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (৭৭), দক্ষিণ আফ্রিকা (৭৫), শ্রীলঙ্কা (৭৪), পাকিস্তান (৬৪), ওয়েস্ট ইন্ডিজ (৫৫), অস্ট্রেলিয়া (৫৪), আফগানিস্তান (৪৯)।