২০১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর এই আলোচনার তুঙ্গে রয়েছে সেমিফাইনালে যাবে কোন চার দল?
এবারের বিশ্বকাপটি বেশ কঠিনই হতে যাচ্ছে। সবগুলো দলই এবার ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যার কারণে বিশ্বকাপ অনেকটাই উন্মোক্ত হয়ে পড়েছে বলেই মনে করে বিশ্ব ক্রিকেটের তারকারা।
আশরাফুলও তেমনটাই বললেন। কঠিন হলেও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে বলেই মতামত তার।
এবার সেমিফাইনাল খেলতে হবে অন্তত ৫-৬টি ম্যাচে জিততেই হবে। তা বাংলাদেশের কাদের বিপক্ষে জিততে পারে?
আশরাফুল বললেন- শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। নিউজিল্যান্ড অথবা আফ্রিকার মধ্যে একটা দলের বিপক্ষে জিততেই হবে। আমাদের সব গুলো ম্যাচ জেতা সম্ভব। তবে কন্ডিশন অনুযায়ী একটু কঠিন।