১৪.৫ ওভার শেষে ২ উই্কেটে ১০৩ রান সানরাইজার্সের। রানটা অনেকটা বড় হতেই পারে এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু সেখান থেকে রান আর বেশিদূর যায়নি সানরাইজার্স হায়দ্রাবাদের। ১৬০ রানেই থামে তাদের পথ চলা।
ম্যাচে শুরুতেই কেন উইলিয়ামসনকে হারায় সানরাইজার্স। এরপর ওয়ার্নার ও মানিশ পান্ডে মিলে দলকে এগিয়ে নিতে থাকে। এই দুটিতেই ১০৩ রানে পৌছায় সানরাইজার্স।
তবে ৩২ বলে ৩৭ রান করা ওয়ার্নার আউটের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সানরাইজার্স। অন্যপাশে দুর্দান্ত ব্যাটিং করা মানিশ পান্ডে ৩৬ বলে ৬১ রান করে আউট হয়ে যায় দলীয় ১২১ রানের মাথায়।
এরপরই সুযোগ ছিল সাকিব আল হাসানের নিজেকে প্রমান করার। কিন্তু ব্যর্থ হয়েছেন সাকিব। ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন মাত্র ৯ রান করেই।
এরপর আর কেউই ভালো করতে পারেনি। ভিজয় শঙ্কর ৮, ঋদ্ধিমান শাহা ৫, দ্বিপক হুদা ০ রানেই ফেরেন। শেষে রশিদ খানের ৮ বলে ১৭ রান কিছুটা ভূমিকা রাখে সানরাইজার্সের ১৬০ রান জমা করতে।