বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আর এই ত্রিদেশীয় সিরিজেই বাংলাদেশের দলের সাথে যাচ্ছেন ফরহাদ রেজা।
বিপিএলে অসাধারণ পারফর্ম করেছিলেন ফরহাদ রেজা। এরপর কিছুদিন আগে শেষ হওয়া ডিপিএলেও উড়ন্ত ফর্মে ছিলেন তিনি। আর এই্ উড়ন্ত ফর্মের কারণেই জাতীয় দলের টিকিট পেয়ে যাচ্ছেন এই তারকা।
আগামী পাঁচ তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ। তার আগেই দেশটিতে যাবে টাইগাররা। সফরের তৃতীয় দেশটি হল ওয়েস্ট ইন্ডিজ।