বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তাসকিন আহমেদ। সেজন্য কেঁদে কেটে একাকার করে ফেলেছিলেন তিনি। যদিও এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। এছাড়াও তাকে দলে রাখার জন্য নির্বাচকদের ম্যাসেজ করা বা কল করা নিয়েও অনেক রকম কথা উঠেছে।
কিন্তু সেবার দলে না থাকলেও এবার মনে হয় কপাল খুলে যেতে পারে তার। আর সেটা হলে আয়ারল্যান্ড সফরে দেখা যেতে পারে তাকে।
কিন্তু সে যাবেই এমন কোন গ্যারান্টি নেই। কেননা সাথে সফিউলকেও বিবেচনায় রাখা হচ্ছে। এই দুজনের মধ্যে কেউ যাবে আয়ারর্যান্ড সফরে।
তবে বিচার বিবেচনা করে তাসকিনের সম্ভাবনাই বেশি হতে পারে। কারণ, তার বলের গতি আছে এবং বিদেশের মাটিতে গতিশীল পেসারই দরকার। সেজন্যই তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফিটনেস দেখলে আবার সফিউল টিকে যেতে পারে।