বাংলাদেশের বিশ্বকাপ দলের দুই সদস্য মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। আর এই দুজনকে নিয়েই রয়েছে শঙ্কা।
দুজনেরই ইনজুরির সমস্যা রয়েছে। মুস্তাফিজ এখনো পুরোদমে বোলিং করতে পারেনি কিংবা কবে নাগাদ পারবে তার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই একজন ব্যাকআপ বোলার প্রয়োজন।
একই সাথে রুবেল হোসেনও ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেও রিদম ফিরে পেতে আরও কিছু সময় লেগে যাবে ডানহাতি এ গতিতারকার। দলের প্রধান দুই পেসারের ব্যাকআপ হিসেবেই মূলত বাড়তি দুই পেসার দলে নেয়ার কথা ভাবছে বিসিবি।
এই বাড়তি দুই তারকার একজন হলেন ফরহাদ রেজা। তার আয়ারল্যান্ড সফরে দলে আসা নিশ্চিত। বাকি একটি জায়গায় দুজনকে ভাবা হচ্ছে। এরা হলেন তাসকিন ও সফিউল ইসলাম। এদের থেকে একজনকে নেয়া হবে।