মুস্তাফিজ এবং রুবেল ইনজুরি। সেজন্য তাদের দুজনের জায়গাতে নতুন দুজন তারকাকে আয়ারল্যান্ড সফরে নিচ্ছে বিসিবি এমনটা জানা গিয়েছিল গতরাতেই। কিন্তু কারা হচ্ছেন সেই দুজন সেটা নিয়েই ছিল ধোয়াশা।
এই দুজনের একজন ফরহাদ রেজা হবেন সেটা জানা গিয়েছিল আগেই। সাম্প্রতিক সময়ে বিপিএলে এবং ডিপিএলে দুর্দান্ত পারফের্মেন্সের কারণেই জাতীয় দলে ডাক পান তিনি।
আরেকজনকে নেয়ার জন্য দুজনকে বিবেচনায় রেখেছিল বিসিবি। তাসকিন ও সফিউল ইসলাম। সেখান থেকেই আজকে তাসকিন আহমেদের নাম ঘোষণা করা হয়।
এই দুজনকে সাথে নিয়ে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াড দাড়ালো ১৯ জনের। বিশ্বকাপ স্কোয়াডে ১৫ সদস্যের সাথে নতুন দুজন রাখা হয়েছির ইয়াসির ও নাঈমকে। সেখানে এখন এই দুজন তারকাকে নিয়ে ১৯ সদস্যের স্কোয়াড হল টাইগারদের।