ম্যাচের তখন পঞ্চম ওভারের খেলা শুরু হবে। ব্যাটিং করছে বিরাট কোহলি। ৬ বলে ৯ রান নিয়ে অপরাজিত তিনি। সাথে আছে পার্থিব প্যাটেল। ১৮ বলে তার সংগ্রহ ৩৫ রান।
৫ম ওভারে বোলিংয়ে আসেন ইশান্ত শর্মা। ব্যাটিং প্রান্তে কোহলি। বল করলেন, সাথে সাথে বল কোহলির ব্যাটের কানা ছুয়ে চলে গেল উইকেট কিপার রিশাব পান্টের হাতে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন তিনি।
সাথে সাথেই রিশাব জানিয়ে দিলেন আউট। কিন্তু কোহলি বলে দিলেন আউট হয়নি। ফলাফল সিদ্ধান্ত গেল থার্ড আম্পায়ারের কাছে।
সেখানে আম্পায়ার অনেকবার দেখে সিদ্ধান্ত দিলেন আউট হয়নি কোহলি। শেষে ১৭ বলে ২৩ রান করে আউট হয়েছেন কোহলি।