ব্যাটিং অর্ডার নিয়ে অনেক সমালোচনা করেছিলেন আন্দ্রে রাসেল নিজেই।ভ নিজের ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট ছিলেন না এই ক্যারিবিয়ান তারকা। সেজন্য অনেকবারই সমালোচনা করেছেন। নিজে আরও উপরে ব্যাটিং করতে চেয়েছেন।
অবশেষে উপরে ব্যাটিংয়ের সুযোগ পেলেন তিনি একেবারে বাঁচা মরার ম্যাচে। হারলেই বিদায় ঘন্টা বেজে যেতে পারে এমন ম্যাচে তিনে ব্যাটিংয়ে নেমে রীতিমত তুফান চালান এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
প্রতিপক্ষের বোলারদের উপর বিধ্বংসী ঝড় বইয়ে দিয়ে ৪০ বলে ৮০ রান করেন তিনি। ৮টি ছক্কা ও ৬টি চার মারেন আন্দ্রে রাসেল।
রাসের আগেই অবশ্য ঝড় তুলেন দুই ওপেনার ক্রিস লিন ও শুভম্যান গিল। ৯৬ রানের ওপেনিং জুটিতে ২৯ বলে ৫৪ রান করে লিন আউট হলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার গিল ৪৫ বলে ৭৬ রান করে আউট হন।
কলকাতার ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডবের দিনে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ স্কোর ২৩২ রান করে কলকাতা।