ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ছক্কার বন্যা বইয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তারকা হার্ডিক পান্ডে। আর ছক্কার বন্যা বইয়ে দিয়ে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করেছেন তিনি।
এদিন কলকাতা নাইট রাইডার্সের দেয়া ২৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বাইর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যখন সবাই অসহায় হয়ে আউট হয়ে যাচ্ছে তখনই পাল্টা চার ছক্কার ঝড় বইয়ে দেন হার্ডিক।
মাত্র ১৭ বলে পূর্ন করেন অর্ধশতক। ৭টি ছক্কা ও ২টি চারের সাহায্য অর্ধশতক পূর্ন করেন তিনি।
এরপর আরও ভয়ানক রুপে ব্যাটিং করতে থাকেন এই ভারতীয় তারকা। বল আর রানের বিশাল ব্যবধান কমিয়ে নিয়ে আসেন তিনি। তার মারের চোটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মুম্বাই।
তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির কাছে গিয়ে থামে তার ব্যাটিং ঝড়। মাত্র ৩৪ বলে ৯১ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন তিনি।
ইনিংসে ৬টি চার ও ৯টি ছক্কা মারেন হার্ডিক পান্ডে।