এবারের আইপিএলে বেশ খুনে মেজাজে আছেন আন্দ্রে রাসেল। প্রতিপক্ষের বোলারদের উপর তান্ডব চালিয়েই যেন ব্যস্ত থাকেন তিনি। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও করলেন একই কাজ।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবার করেছেন একটু অন্যভাবে। আগেই ঘোষণা দিয়েই মালিঙ্গা- বুমরাহদের বেধরক পিটিয়েছেন তিনি।
মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে রাসেল বলেছিলেন, আমি কোন বোলারকে ভয় পাইনা। বোলাররা আমাকে ভয় পায়। মালিঙ্গার কৌশল নিয়ে সন্দেহ নেই। বুমরাহও ভালো বোলার। আমি তাদের হয়তো প্রথম বলে আউট হতে পারি। কিন্তু আবার বাউন্ডারিও মারতে পাড়ি প্রথম বলেই।
মারলেন বাউন্ডারিই। একেবারে বেধরক পেটালেন তিনি। ৪০ বলে করলেন ৮০ রান। মালিঙ্গা এবং বুমরাহ দুজনকেই করেছেন নাস্তানাবুদ। মালিঙ্গা ৪ ওভারে দিয়েছে ৪৮ রান। ৪৪ রান দিয়েছে বুমরাহ।