ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা ও মুম্বাইর গতকালের ম্যাচে তান্ডব চালিয়েছেন দুই তারকা। এই দুই তারকা হলেন আন্দ্রে রাসেল ও হার্ডিক পান্ডে।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩২ রান করে কলকাতা যা এবারের আইপিএলে সর্বোচ্চ রান। দলের হয়ে রাসেল ৪০ বলে ৮০ রান করেন যার মধ্যে ছক্কা চিল ৮টি। রাসেল ছাড়া দিনেশ কার্তিক ১ টি, ক্রিস লিন ২টি, গিল ৪টি ছক্কা মারেন। সব মিলিয়ে ১৫টি ছক্কা মারে কলকাতা নাইট রাইডার্স তারকারা।
জবাব দিতে নেমে কলকাতা বোলারদের উপর টর্নেডো চালায় হার্ডিক পান্ডে। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করা হার্ডিক ৩৪ বলে ৯১ রান করেন। তিনি ছক্কা মারেন ৯টি। তার দলের মারা ১৪ ছক্কার মধ্যে তার ব্যাট থেকেই আসে ৯টি। দুটি করে ছক্কা মারেন সুর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডে। ১টি ছক্কা মারেন এভিন লুইস।