ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর শেষ হয়ে হয়ে গেল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের। এই মৌসুমে আজকেই নিজের শেষ ম্যাচটি খেলে ফেলছেন তিনি।
আসন্ন বিশ্বকাপের জন্য দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে আজকের ম্যাচের পর উড়াল দিবেন নিজ দেশে। সেখানে বিশ্বকাপের প্রস্তুতিতে অংশ নিবেন এই তারকা।
আইপিএলে এবারের মৌসুমটি দুর্দান্ত কেটেছে ওয়ার্নারের। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান তার। একই সাথে এই মৌসুমে ৯টি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। আজকে শেষ ম্যাচেও করেছেন ৮১ রান।