ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উই্কেটে ২১২ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে পাঞ্জাবের বোলার মুজিবের উপর দিয়েই সবচেয়ে বড় ঝড়টা যায়।
চার ওভারই বোলিং করেছেন মুজিব। কিন্তু এই চার ওভারে রান দেয়ায় কোন অংশেই কৃপনতা করেনি এই আফগান তারকা। ৪ ওভারে ৬৬ রান দিয়েছেন তিনি যার ইকোনোমি রেট ১৬.৫০।
এছাড়াও রান দিয়েছেন অআর্সদিপ সিং। ৪ ওভারে ৪২ রান দিয়েছেন এই তারকা। এছাড়া সামি ৪ ওভারে ৩৬, অশ্বিন ৪ ওভারে ৩০ রান দিয়েছে।