পাকিস্তান দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। সেখানে কাউন্টি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। আর তেমনই ম্যাচে আজকে নর্থহ্যাম্পশায়ারকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।
এদিন ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান করে নর্থহ্যাম্পশায়ার। দলের পক্ষে জশ কোব একাই করেন ১৪৬ রান। বাকিরা ব্যর্থ হওয়ায় ২৭৩ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
জবাবে ব্যাটিং করতে নেমে ৪১ ওভারেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। দলের ওপেনার ইমামউল হক ৭১ রান এবং আরেক ওপেনার ফখর জামান ১০১ রান করে আউট হন। তিনে নামা বাবর আজম ৬৮ ও অধিনায়ক সরফরাজ ৩০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।