ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতরাতে কিংস ইলিভেন পাঞ্জাবকে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানটি ভালো ভাবেই দখল করেছে কেন উইলিয়ামসনের দলটি।
তবে এতে করে যে তাদের শেষ চার নিশ্চিত হয়ে গেছে এমনটা নয় মোটেই। শেষ চারের রেসে আছে ৫, ৬, ৭ নম্বর স্থানে থাকা বাকি তিনটি দলও।
এক নজরে দেখেনিন আইপিএলের পয়েন্ট তালিকা
১. দিল্লি ক্যাপিটালস- ১২ ম্যাচ- ১৬ পয়েন্ট।
২. চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচ- ১৬ পয়েন্ট।
৩. মুম্বাই ইন্ডিয়ান্স- ১২ ম্যাচ- ১৪ পয়েন্ট।
৪. সানরাইজার্স হায়দ্রাবাদ- ১২ ম্যাচ- ১২ পয়েন্ট।
৫. কলকাতা নাইট রাইডার্স- ১২ ম্যাচে ১০ পয়েন্ট।
৬. কিংস ইলিভেন পাঞ্জাব- ১২ ম্যাচ- ১০ পয়েন্ট।
৭. রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচ- ১০ পয়েন্ট।
৮. আরসিবি- ১২ ম্যাচ- ৮ পয়েন্ট।