মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার বিভাগের সেরা অস্ত্র। এবারের বিশ্বকাপেও তার হাতেই থাকবে আক্রমনের নাটাই এমনটাই মনে করছেন অনেকে।
তবে উল্টো মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তার মতে মুস্তাফিজ ইংল্যান্ডের মাটিতে তেমন কোন প্রভাব ফেলতে পারবেনা।
রমিজ রাজা বলেছিলেন, শুধু মাত্র বৈচিত্র দিয়ে ইংল্যান্ডের মাটিতে কিছুই হবে না। সেখানে গতি প্রয়োজন যা মুস্তাফিজের বলে নেই।
মুস্তাফিজে নিয়ে রমিজ রাজার এই মন্তব্যের পর এবার আরেকজন সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ ওয়াসিম যেন মুস্তাফিজের হয়েই জবাবটা দিয়ে দিলেন। মুস্তাফিজ বিশ্বকাপে বাংলাদেশকে ম্যাচ জেতানোর পেছনে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
তিনি বলেন, তার বোলিংয়ের প্রধান শক্তি বৈচিত্র। তার স্লোয়ার বর্তমান ক্রিকেটে অন্যতম সেরা। নতুন বলেও সুইং করাতে সক্ষম। অ্যাকুরেসিও দুর্দান্ত। তাই বিশ্বকাপে বাংলাদেশের বোলিংয়ের মুল শক্তি সে।