ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
আজকের ম্যাচটি রাজস্থানের জন্য দারুণ গুরুত্বপূর্ন। আর এই্ গুরুত্বপূর্ন ম্যাচে ৪জন বিদেশি খেলোয়াড়ই একাদশে নামাতে পারেনি তারা। একাদশে আছে ৩জন বিদেশি খেলোয়াড়। তারা হলেন, লিবিংস্টোন, স্টিভেন স্মিথ, ওসানে থমাস।
অন্যদিকে আরসিবিতেও ৪জন বিদেশি নেই। তাদের দলেও আছে তিনজন বিদেশি তারকা। তারা হল- ভিলিয়ার্স, হেনরিচ ক্লাসেন, স্টোইনিস।