ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার অনেক চমক ছিল শ্রেয়াস গোপাল। প্রথম যেদিন সুযোগ পেয়েছিলেন সেদিনই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। আর আজকে মহা গুরুত্বপূর্ন ম্যাচে হ্যাটট্রিকই করে ফেললেন এই স্পিনার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত আর কেউই হ্যাটট্রিক করতে পারেনি। আর শ্রেয়াস গোপালের হ্যাটট্রিকও প্রতিপক্ষের বিখ্যাত সব তারকাদের দিয়েই।
বাঁচা মরার ম্যাচে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে যাওয়া ম্যাচে আরসিবির বিপক্ষে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন গোপাল। প্রথম দুই বলে ছক্কা ও চার মারেন কোহলি। তৃতীয় বলে নেন দুই রান।
চতুর্থ বলেই দারুণ ভাবে ফিরে এসে কোহলিকে লিবিংস্টোনের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান গোপাল। পঞ্চম বলে ভিলিয়ার্সের উইকেটও তুলে নেন তিনি। উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন রায়ান পারাগের হাতে।
কাঙ্খিত মুহুর্তে তখন ব্যাটিংয়ে নামেন মার্কোস স্টোইনিস। আর নেমেই ছক্কা মারতে গিয়ে স্মিথের হাতে ধরা পড়েন স্টোইনিস। সেই সাথে হ্যাটট্রিক পূর্ন হয় গোপালের।