ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দারুণ একটি ম্যাচের প্রত্যাশা ছিল গতকাল। কিন্তু এই ম্যাচটি বাতিল হয়ে যায় বৃষ্টির কারণেই।
প্রথমে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। শেষে ম্যাচটি আরম্ভ হলেও ওভার কমে ১৫ ওভার করে। অর্থাৎ খেলা হয় মাত্র ৫ ওভারে।
এই পাঁচ ওভারের ম্যাচটিও শেষ পর্যন্ত শেষ হয়নি। পুনরায় বৃষ্টি হলে ম্যাচটি বাতিল হয়ে যায়।
এই ম্যাচটি বাতিল হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হল রাজস্থানেরই। তারা জিততে পারলে তাদের পয়েন্ট হত ১২ যা তাদের শেষ চারে যাওয়ার সুযোগ করে দিতে পারত যদি বাকি সমীকরণ গুলো তাদের পক্ষে আসতো।
তবে এই ম্যাচটি বাতিল হওয়াতে খুশিই হয়েছে দুটি দল। তারা হল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলিভেন পাঞ্জাব।