ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেভিড ওয়ার্নার এই্ মৌসুমে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। লিগে সানরাইজার্সের হয়ে ১২টি ম্যাচ খেলে নিজ দেশে চলে গেছেন ওয়ার্নার। কিন্তু যাওয়ার আগে এবারের আইপিএলে ৬৯২ রান করেছেন তিনি।
ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো মিলে এবারের আইপিএলে সেরা ওপেনিং জুটি তৈরি করেছিলেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই সানরাইজার্স এতদূর এসেছে।
তবে এবার সানরাইজার্সের টিম মেন্টর ভিভিএস লক্ষন জানালেন, দলটির কোচ মুডির কাছে ওয়ার্নার প্রতিজ্ঞাই করেছিলেন যে, এবারের আসরে ৫০০ রানের বেশি করবেন তিনি।
লক্ষন বলেন, ডেভিড সানরাইজার্স কোচ টম মুডির কাছে ম্যাসেজ পাঠিয়েছিল যে, সে এই মৌসুমে সানরাইজার্সের হয়ে ৫০০ রানের বেশি করবে।
তিনি বলেন, যখন আইপিএল সূচি প্রকাশিত হল তখন আমরা জানতাম সে ১২ ম্যাচ খেলবে। এর মধ্যে ৬৯২ রান করে ফেলেছে যার কারণে আমরা প্লে অফের লড়াইয়ে টিকে আছি।
এই নিয়ে সানরাইজার্সের হয়ে তার খেলা ৫টি মৌসুমে টানা ৫০০ বা তার বেশি রান করলেন ওয়ার্নার।