কিছুদিন আগেই পাঞ্জাবের বিপক্ষে মোহাম্মদ সামির বলে এক হাতে ছক্কা মেরেছিলেন এবিডি ভিলিয়ার্স। এবার সেই ভিলিয়ার্সকেই যেনমাঠে নামিয়ে আনলেন মহেন্দ্র সিং ধোনি।
ক্রিসন মরিসের করা ফুলটসে এত হাতে ছক্কা মারেন ধোনি। বলটিও হয় নো বল।
শীর্ষস্থানের লড়াইয়ের এই্ ম্যাচে দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান করে চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন সুরেশ রায়না।
এছঅড়া ধোনি ২২ বলে ৪৪ এবং জাদেজা ১০ বলে করেন ২৫ রান।