পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল দিল্লি। আর সেই দিল্লিকে একেবারে্ নাস্তানাবুদ করে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তাদের।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৭৯ রান করে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৩৭ বলে ৫৯ রান করেন সুরেশ রায়না। ২২ বলে ৪৪ রান করেন ধোনি। ১০ বলে ২৫ রান করেন রবিন্দ্র জাদেজা।
জবাব দিতে নেমে ৪ রানেই পৃথ্বি শ কে হারায় দিল্লি। এরপর ধাওয়ান ও আয়ারের ব্যাটে এগিয়ে যেতে থাকে তারা। দলীয় ৫২ রানে ব্যক্তিগত ১৯ রান করে শিখর বিদায় নিলে সেই যে পতন শুরু হয় থামে একেবারে অল আউট হয়ে।
ধাওয়ানের পর কেবল আয়ারই দুই অংকের ঘরে পৌছান। ৩১ বলে ৪৪ রান করেন তিনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান ছিল ৯ যা করেন অক্ষর প্যাটেল।
ইমরান তাহির ৩.২ ওভারে ১২ রানে চারটি এবং জাদেজা ৩ ওভারে ৯ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।