বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বলা হয়ে থাকে যে তামিম ইকবাল ভালো করলে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। এবার ইংল্যান্ড বিশ্বকাপেও তামিম ইকবালই হবে বাংলাদেশের ব্যাটিংয়ে প্রধান ভরসা বলেই মনে করেন সাবেক পাক তারকা ওয়াসিম।
এই তামিমের সাথে ওপেনিং করবে কে? খুব সম্ভবত বিশ্বকাপে তামিমের সাথে লিটন দাসকেই দেখা যাবে ওপেনিংয়ে। তবে ওয়াসিমের পছন্দ সৌম্য সরকার।
তিনি বলেন, তামিমের সঙ্গী সৌম্য সরকারকে দলের জন্য পারফর্ম করতে হবে। অনেক বছর ধরে সে নজরে রয়েছে। কিন্তু নিজেকে সেভাবে তৈরি করতে পারেনি।
লিটন দাস সম্পর্কে তিনি বলেন, দলের প্রয়োজনে লিটন দাসও টপ অর্ডারে ব্যাটিং করতে পারে।