আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিচরন অস্ট্রেলিয়ান তারকা নাথান লায়নের। এই আট বছরে নিজের দেখা সবচেয়ে কঠিন ব্যাটসম্যান হিসেবে তিনি ভিলিয়ার্সকেই চিহ্নিত করেছেন।
২০১১ সালে অভিষেক হওয়া লায়ন তার ক্যারিয়ার ৮টি দলের বিপক্ষে ৮৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে ভিলিয়ার্সকেই সবচেয়ে কঠিন মনে হয়েছে তার কাছে।
লায়ন বলেন, আমি যাদের বিপক্ষে বোলিং করেছি তাদের মধ্যে ভিলিয়ার্সই সবচেয়ে কঠিন ব্যাটসম্যান ছিল। বেশ কয়েকটি সফরে আমি তার বিপক্ষে খেলেছি।
নাথান লায়ন বলেন, সে এমন একজন ব্যাটসম্যান যাকে নিয়ে আপনার চিন্তা করতেই হয়। সে যেকোন জায়গা থেকে যখন ইচ্ছা মারতে পারে। এই ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করা আকর্ষনীয় বিষয়।