২০১৭ সালে ওয়ানডে অভিষেক হয়েছে মিরাজের। এরপর তার এটাই প্রথম বিশ্বকাপ মিশন। অন্যদিকে পরিচিত মুখ সাকিব আল হাসান। এই দুজনেই মুলত এবার বাংলাদেশের স্পিন বোলিং বিভাগ সামলাবেন।
মিরাজ কোন বিশ্বকাপ না খেললেও সাকিব আল হাসান বিশ্বকাপ খেলেছেন তিনটি। এই তিন বিশ্বকাপে ২১ ম্যাচে তিনি নিয়েছেন ২৩ উইকেট। তবে ইংল্যান্ডের মাটিতে তারা কতটা কার্যকর হবে সেটাই দেখার আশায় ওয়াসিম।
তিনি বলেন, বাংলাদেশ দলে কোন রিষ্ট স্পিনার নেই। তারা ভরসা রেখেছে ফিঙ্গার স্পিনারের উপর। বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে হওয়ায় তারা এবার পেসারদের উপরই গুরুত্ব দিয়েছে। কিন্তু বিগত বছর গুলো দেখলে বুঝা যায় তাদের শক্তির জায়গা ছিল কোয়ালিটি স্পিন।
ওয়াসিম বলেন, মিরাজ এবং সাকিব দুজনেই আঁটসাঁট বোলিং করতে পারেন। কিন্তু উইকেট তুলে নেয়ার সামর্থ্য কতটুকু সেটাই এবার দেখার বিষয়।