আজ রাত ৮:৩০ মিনিটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি সানরাইজার্সের জন্য অনেকটাই বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিততে পারলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা।
পয়েন্ট তালিকায় তিনে আছে মুম্বাই। তাদের পয়েন্ট ১৪। চারে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের পয়েন্ট ১২। এদিকে পরের সিরিয়ালে থাকা দলগুলোর পয়েন্ট আবার ১০। তাই বেশি বিপদে আছে সানরাইজার্সই।
এমন ম্যাচে সানরাইজার্সকে বেশ বড় পরীক্ষাই দিতে হবে। দলটির মুল ব্যাটিং স্তম্ভ ওয়ার্নারই নেই এই ম্যাচে। সে দেশের ক্রিকেটে অংশ নিতে আইপিএল ছেড়েছে। তাহলে তার জায়গায় কে আসবে?
দলে আছেন মার্টিন গাপটিলের মত ওপেনার। তবে এই ম্যাচে গাপটিল খেলার সুযোগ পাবেনা। তার জায়গায় বিদেশি কোটায় আসবে বিলি স্টানলেক।