নিষিদ্ধ ড্রাগ সেবন করার দায়ে আলেক্স হেলসকে প্রথমে ২১ দিনের জন্য বাদ দেয়া হয়েছিল। পরে সেটা বাড়িয়ে তাকে বিশ্বকাপ দল থেকেই ছাটাই করে ফেলে ইংল্যান্ড। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলের সিনিয়র খেলোয়াড়রা।
ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক মরগ্যান। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সিনিয়র ছয় খেলোয়াড়কে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম এই্ সিদ্ধান্ত দলের উপর কতটা প্রভাব ফেলে।
তিনি বলেন, গত দেড় বছরে আমরা অনেক পরিশ্রম করছি। দলের মধ্যে একটা সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করেছি। আলেক্স সেটা মানতে পারেনি। এখন পুরো দলই তার উপর থেকে বিশ্বাস হারিয়েছে। সবাই তাকে বাদ দেয়ার বিষয়টি সমর্থন করেছে।
মরগ্যান আরও বলেন, আমাদের দলে আরও ১৪জন ক্রিকেটার রয়েছে। আলেক্স যা করেছে তা বাকিদের উপরও প্রভাব ফেলতে পারত।