ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মহাগুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নেমেছিল সানরাইজার্স। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ম্যাচে হেরে তারা প্লে অফে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুলেছে।
প্লে অফে যেতে চাইলে আজকের ম্যাচে জয়ের খুব বেশি দরকার ছিল সানরাইজার্সের। কিন্তু এমন ম্যাচে উল্টো হেরে গেছে তারা।
এদিন প্রথমে ব্যাটিং করে করে ২০ ওভারে ১৬২ রান করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন কুইন্টন ডি কক।
জবাব দিতে নেমে মানিশ পান্ডের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে মুম্বাইর সমান ১৬২ রান করে সানরাইজার্স। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দারুণ এক নাটকিয় ম্যাচে সানরাইজার্সকে হারায় মুম্বাই।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে বেশ চাপে পড়ে গেল দলটি। ১৩ ম্যাচে এখন তাদের পয়েন্ট ১২। তাদের উপর এখন চাপ ফেলছে কলকাতা ও পাঞ্জাব।