ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পয়েন্ট তালিকায় লড়াই জমে উঠেছে। এরই মধ্যে তিনটি দল নিশ্চিত করেছে প্লে অফ। এরা হল চেন্নাই, দিল্লি ও মুম্বাই ইন্ডিয়ান্স।
এই দল গুলোর সাথে আর একটি দল যাবে শেষ চারে। সেই একটি পজিশনের জন্যই এখন লড়াই করছে চারটি দল। এই চারটি দল হল সানরাইজার্স (১২ পয়েন্ট), রাজস্থান (১১ পয়েন্ট), পাঞ্জাব ও কলকাতা (১০ পয়েন্ট)।
এরমধ্যে সানরাইজার্স ও রাজস্থানের ম্যাচ বাকি আছে একটি করে। ২টি করে ম্যাচ বাকি পাঞ্জাব ও কলকাতার। এখন এই চার দল থেকে কে যাবে শেষ চারে?