ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড পৌছেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সাথে বাকি দুটি দল হল স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
এই সিরিজে খেলতে এখন বাংলাদেশ দল অবস্থান করছে আয়ারল্যান্ডে। সেখানেই প্রথম অনুশীলন সম্পন্ন করেছে টাইগার ক্রিকেটাররা।
এই সিরিজে বাংলাদেশ দলের সাথে আছে ১৯ জন ক্রিকেটার। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের সাথে বাড়তি হিসেবে দুজন ছিল নাঈম ও ইয়াসির।
শেষ মুহুর্তে রুবেল ও মুস্তাফিজকে বিশ্রাম দিতে আরও দুজন ক্রিকেটার দলে নেয়া হয়। তারা হলেন রেজা ও তাসকিন। আগামী সাত তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ।