ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ রয়েছে একটি ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলিভেন পাঞ্জাব। আর এই ম্যাচটি হয়ে দাড়িয়েছে দুই দলেরই অগ্নি পরীক্ষা।
পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় সাতে আছে পাঞ্জাব। তাদেরও সংগ্রহ ১২ ম্যাচে ১০ পয়েন্ট। রান রেটে এগিয়ে আছে কলকাতা।
তাই আজকের ম্যাচে যে জিতবে সেই প্লে অফের লড়াইয়ে টিকে থাকবে এবং যে হারবে তারই বিদায় ঘন্টা বেঁজে যাবে। যদিও হারলেও কিছু সমীকরণের কল্যানে হিসাব টিকে থাকবে, কিন্তু সব সমীকরণ তো আর বলে কয়ে মিলবেনা। তাই আজকে হারলেই আক্ষরিক অর্থে বিদায় ঘটে যাবে হেরে যাওয়া দলটির।