আইপিএলে আজকে রয়েছে হাইভোল্টেজ একটি ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে বাঁচা মরার লড়াইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলিভেন পাঞ্জাব।
পয়েন্ট টেবিলে দুই দলেরই সময় পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় পাঞ্জাবের উপরে অবস্থান করছে কলকাতা। কিন্তু সেটাও যথেষ্ট নয় প্লে অফের টিকিটের জন্য। কেননা, সানরাইজার্স এবং রাজস্থান তাদেরও উপরে বসে আছে।
তাই আজকের ম্যাচে দারুণ একটি লড়াই দেখা যাবে আইপিএলে। এই দারুণ লড়াইয়ের মধ্যে আরেকটি লড়াই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। সেটা হল রাসেল এবং গেইলের মধ্যকার লড়াই।
এবারের টুর্নামেন্টে দানবীয় মেজাজে আছেন রাসেল। প্রতিপক্ষের বোলারদের তুলোধোনা করতে ভুল করছেন না। সর্বশেষ ম্যাচেও ৪০ বলে করেছেন ৮০ রান।
অন্যদিকে ক্রিস গেইলও আরেক দানব। তার ব্যাট যেদিন কথা বলে সেদিন সবার কথাই বন্ধ হয়ে যায়। তাই আজকের ম্যাচে এই দুই তারকার লড়াইটাও দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।