আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলিভেন পাঞ্জাব। আর এই ম্যাচে দারুণ এক মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে কলকাতা তারকা আন্দ্রে রাসেলের।
ক্যারিবিয়ান এই তারকার সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে রান ৪ হাজার ৯৪২। আর মাত্র ৫৮ রান করতে পারলেই ৫ হাজার রা্নের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
যদি আজকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তাহলে তা হবে দারুণ একটি মুহুর্ত। কেননা আজকেই রাসেল তার ক্যারিয়ারে ৩০০তম টি-টুয়েন্টি খেলতে নামবেন।