আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলিভেন পাঞ্জাব। আর এই ম্যাচে দেখা হয়ে যাবে আরেকবার দুই দলের সবচেয়ে ব্যায়বহুল বোলারদের।
এবারের আইপিএলে সবচেয়ে ব্যায়বহুল পেসার হল কিংস ইলিভেন পাঞ্জাবের পেসাররা। এবারের মৌসুমে তাদের ইকোনোমি রেট ৯.৬ করে।
কম যায়না কলকাতা নাইট রাইডার্সের পেসাররা। এবারের আইপিএলে তাদের পেসাররা দ্বিতীয় সবচেয়ে ব্যায়বহুল। তাদের ইকোনোমি রেট ৯.৫। তাছাড়া এই আইপিএলে সবচেয়ে কম উইকেট পেয়েছে কলকাতার পেসাররাই।